৪০ তম বিসিএস প্রিলি লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২১ প্রকাশিত হয়েছে- দেখে নিন বিস্তারিত।
অবশেষে আজ ২৮শে জানুয়ারি ৪০ তম বিসিএস রেজাল্ট ২০২১ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আজ কর্ম কমিশন সভা শেষে বিকালে ঘোষণা করা হয় ৪০ তম বিসিএস প্রিলি এম সি কিউ পরীক্ষার রেজাল্ট ২০১৯। ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করছেন ২০,২৭৭ জন প্রার্থী। উল্লেখ্য গত ১৫ই নভেম্বর শেষ হয়েছিল ৪০তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া। গত ১১ই সেপ্টেম্বর ৪০ তম বিসিএস সার্কুলার ২০১৮ প্রকাশিত হয়। পিএসসি সূত্র অনুযায়ী, ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া গত ৩০শে এপ্রিল ২০১৯ তারিখে ৩৯ তম বিসিএস ভাইভা রেজাল্ট ২০১৯ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন ।
গত ৭ই মে অনুষ্ঠিত ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এর আগে ৪০ তম বিসিএসে রেকর্ড ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন আবেদন করেন যা ছিল বিসিএস পরীক্ষায় সর্বচ্চ সংখ্যক।
বিপিএসসি বা বাংলাদেশ সরকারি কর্মকমিশন ৪০ তম বিসিএস লিখিতরেজাল্ট ২০২১ প্রকাশ করেছে বিপিএসসির ওয়েব সাইট WWW.BPSC.GOV.BD এর মাধ্যমে। আপনি প্ল্যানেট বাংলা থেকেও বিসিএস প্রিলি সার্কুলার এর সকল আপডেট এবং রেজাল্ট পেয়ে যাবেন। উল্লেখ্য গত বছর ৪০ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি , ৪০ তম বিসিএস পরীক্ষার সিলেবাস এবং ৪০ তম বিসিএস পরীক্ষার নির্দেশাবলি প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারি কর্মকমিশন।
৪০তম বিসিএসে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। গত ১৫ই নভেম্বর বিসিএসে আবেদনের শেষ দিন ছিল। পিএসসির সুত্রে জানা গেছে এ বছর রেকরড পরিমানে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থী আবেদন করেছে বিসিএস পরিক্ষার জন্য।
৪০ তম বিসিএস রেজাল্ট ২০২১- ৪০তম বিসিএস লিখিত রেজাল্ট
৪০ তম বিসিএস রেজাল্ট ২০২১ ডাউনলোড করুন – এখান থেকে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Download 40 bcs preliminary result 2019
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সাদিক প্রথম আলোকে বলেন, ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত গৃহীত হবে।
৪০তম বিসিএস: পিএসসির হেল্পলাইন নাম্বার চালু
৪০তম বিসিএস পরীক্ষার্থীদের আবেদন এবং পরীক্ষা সম্পর্কিত সব ধরনের সেবা দেয়ার জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন চালু করেছে ৪টি হেল্প লাইন নাম্বার। আবেদনকারী এবং পরীক্ষার্থী যে কোন সমস্যার জন্য কল করতে পারবেন এ নাম্বারে। হেল্প লাইন নাম্বারগুলো হলঃ ০১৫৫৫৫৫৫১৪৯-৫২ ।
৪০ তম বিসিএস রেজাল্ট ২০১৯
বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ৪০তম বিসিএসের সার্কুলার 2018-তে ২০০০ টিরও বেশি পদে নিয়োগ হতে পারে। কর্মকমিশন তাদের ওয়েবসাইট bpsc.gov.bd মাধ্যমে গত ১১ই সেপ্টেম্বর প্রকাশ করেছে এই ৪০ বিসিএস 2018 এর বিজ্ঞপ্তি। সাথে সাথে আপনি আমাদের সাইট থেকেও উক্ত ৪০ তম বিসিএস সার্কুলার ডাউনলোড করতে পারবেন।
৪০ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি
৪০ তম বিসিএস পরীক্ষার সিলেবাস
৪০ তম বিসিএস পরীক্ষার নির্দেশাবলি
নতুন নিয়মে ৩৯ তম স্পেশাল বিসিএস
চিকিৎসক স্বল্পতা দূর করতে এবার নতুন নিয়মে ৩৯ তম স্পেশাল বিসিএস পরীক্ষা নেয়া হবে। ৩৯তম বিসিএসে ডাক্তারদের শুধুমাত্র ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হবে। কোন লিখিত পরীক্ষা দেয়া লাগবে না। এজন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষাকে (এমসিকিউ) লিখিত পরীক্ষা হিসেবে বিবেচনা করা হবে। হবে। অন্যান্য বিসিএস পরীক্ষার মতো বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা নেয়া হবে না। ইতিমধ্যে এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
৩৯তম বিসিএস ২০১৮- একটি পদের জন্য লড়বে ৮ জন প্রতিযোগী
৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ৩০শে এপ্রিল। স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭৯২টি চিকিৎসক পদের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৯৫৪টি। ফলে প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় আসন প্রতি আটজন প্রার্থী প্রতিযোগিতা করবেন। আগামী ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পিএসসি থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৩৯ তম বিসিএস পরীক্ষার তারিখ, বিসিএস আবেদন প্রক্রিয়া এবং বিসিএস এর যোগ্যতা সহ পরবর্তীতে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট ২০১৮ সহ সব ধরনের তথ্য জানতে আমাদের সাথে থাকুন।
[button link=”facebook.com/planetbanglaofficial” color=”red” newwindow=”yes”] আমাদের ফেসবুক পেজে লাইক দিন[/button] [button link=”https://www.youtube.com/channel/UCaLHecvFobxHhHRBMc50xyw?sub_confirmation=1″ color=”black” newwindow=”yes”] ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন[/button]
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা
বিসিএস পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য সহকারী সার্জন পদে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই এম বি বি এস বা সমমান ডিগ্রি পাস হতে হবে। পাশাপাশি বিশেষ বিসিএসের সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনকারী প্রার্থীকে বি.ডি.এস বা সমমান ডিগ্রি পাস হতে হবে। ৩৯তম বিসিএস এ আবেদন করার বয়স সীমা ২১ বছর থেকে ৩২ বছর । আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের পর টেলিটক মোবাইল দ্বারা বেতন ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
৩৯ তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০১৮ বিস্তারিত
কর্মকমিশন তাদের ওয়েবসাইট bpsc.gov.bd মাধ্যমে গত ৮ই এপ্রিল প্রকাশ করেছে এই স্পেশাল বিসিএস 2018 এর বিজ্ঞপ্তি. মোট ৪৭৯২ পদের বিপরিতে ডাক্তার নেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আপনি বি সি এস সার্কুলার সহ, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার নম্বর বন্ঠন, প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট, লিখিত পরীক্ষার ফলাফল সহ সব ধরনের তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।
কবে হবে ৪০ তম বিসিএস সার্কুলার 2018
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গত ১১ই সেপ্টেম্বর প্রকাশ করেছে ৪০তম বিসিএস সার্কুলার। বিপিএসসির (BPSC) ওয়েবসাইটে www.bpsc.gov.bd মাধ্যমে গত ১১ই সেপ্টেম্বর প্রকাশ করেছে ৪০তম বিসিএস 2018 এর বিজ্ঞপ্তি। বিসিএস সার্কুলার ২০১৮ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করে বিসিএসের বিজ্ঞপ্তি পিডিএফ আকারে ডাউনলোড করুন।
বি.সি.এস. সার্কুলার 2018 ডাউনলোড করুন
৩৯তম বিসিএস এর অনলাইন আবেদন কিভাবে করবেন:
বিসিএস এর আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এবং নির্দেশনা পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে। সার্কুলারে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীকে বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন পত্র পূরণ এবং ফি জমাদান শুরু ১০ই এপ্রিল সকাল ১০টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩০শে এপ্রিল সন্ধ্য ৬টা।
আবেদন করার ৭২ঘন্টার ভিতর যে কোন টেলিটক নাম্বার থেকে ৭০০টাকা আবেদন ফি হিসাবে জমা দিয়ে প্রাপ্ত ব্যবহারকারী আইডি (xxxxxxxx) এবং পাসওয়ার্ড টি সংরক্ষণ করে রাখতে হবে। যা পরবর্তীতে প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য প্রয়োজন হবে।
অনলাইন আবেদন করার জন্য আপনাকে বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তারজন্য https://bpsc.teletalk.com.bd/ সাইটে গিয়ে Application Form for 39th BCS (Special) Examination থেকে Application form (BPSC FORM 1) এর রেডিও বাটন ক্লিক করলে application for Technical Cadre/Professional Cadre এর Application Form দেখা যাবে। তারপর আপনি যখন Technical /Professional এর Application Form এর রেডিও বাটন ক্লিক করবেন তখন আপনি কাঙ্ক্ষিত BPSC FORM 1 দেখতে পাবেন। এই ফর্ম টি ভালভাবে বুঝে তারপর প্রতিটি খালি ঘর পূরণ করে অন্যান্য তথ্য নির্ভুল ভাবে দিয়ে আবেদন করবেন।
প্রথম ধাপ – ব্যক্তিগত তথ্য দিবেন দ্বিতীয় ধাপ – শিক্ষাগত যোগ্যতা এবং তৃতীয় ধাপে -ক্যাডার নির্বাচন ফর্ম পূরণ করার পরে আবেদনকারী তার পূর্ণ তথ্য দেখতে পাবেন এবং কোন ভুল ত্রুটি থাকলে তা ঠিক করবেন।সব শেষে ছবি ও স্বাক্ষর আপলোড করুন । ছবির আকার হবে ৩০০ × ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে এবং স্বাক্ষরের আকার হবে ৩০০ × ৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ফাইলের আকার হতে পারবে ৬০ কিলোবাইট। তারপর আপনার আবেদন সঠিকভাবে দেখুন এবং জমা দিন। আবেদনপত্র দাখিলের পর আবেদনকারীকে আবেদন ফি দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দেয়া যাবে। কীভাবে মোবাইলের মাধ্যমে বিসিএস পরীক্ষার ফি জমা দিবেন তা নীচে দেওয়া হয় টেলিটক এসএমএস এর মাধ্যমে বিসিএস আবেদন ফি জমা দেয়ার পদ্ধতিঃ
১ম এসএমএস: BCS <স্পেস> ইউজার আইডি এবং পাঠাবেন 16222 এই নং এ
উদাহরণ: BCS QRNTCBTP > 16222
ফিরতি এসএমএস: আবেদনকারীর নাম, টাকা-৭০০ (শারীরিকভাবে প্রতিবন্ধীদের এবং উপজাতীয় প্রার্থীদের জন্য ১০০ টাকা) আবেদন ফি হিসাবে চার্জ করা হবে। আপনার PIN (৮ অঙ্ক সংখ্যা) 12345678। ফি প্রদান করতে BCS <স্পেস> YES<স্পেস> পিন লিখুন এবং 16২২২ নম্বরে পাঠান।
BCS<স্পেস> YES<স্পেস> PIN পাঠান 16222
উদাহরণ: BCS YES 12345678
ফিরতি এসএমএস: অভিনন্দন! আবেদনকারীর নাম, পেমেন্ট ৩৯ তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন সফলভাবে সম্পন্ন। ব্যবহারকারী আইডি (xxxxxxxx) এবং পাসওয়ার্ড (xxxxxxxx) বিঃদ্রঃ পাসওয়ার্ড হারিয়ে গেলে বা ভুলে গেলে, এসএমএস এ লিখুন BCS <স্পেস> HELP <স্পেস> এসএসসি বোর্ড <স্পেস> এসএসসি রোল <স্পেস> এসএসসি বর্ষ এবং 16২২২ নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন।
৩৯ তম বিসিএস MCQ পরীক্ষার তারিখ, আসন বিন্যাস এবং ফলাফল
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ সহ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিপিএসসি ওয়েবসাইট bpsc.gov.bd । ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। । তাই ৩৯তম BCS এর যে কোন তথ্যের জন্য চোখ রাখুন এই লিংকে। ৩৯ তম বিসিএস আসন বিন্যাস পিডিএফ ফাইল এবং জেপিজি ফাইল ডাউনলোড করুন এখান থেকে। ৩৯ তম বিসিএস পরীক্ষার তারিখ, আসন বিন্যাস এবং MCQ ফলাফল 2018 এখানে পাওয়া যাবে।
৩৯তম বিসিএস [বিশেষ] পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস [স্বাস্থ্য] ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে (Provisionally) সুপারিশ |
৩৮ তম বিসিএস এর প্রশ্নপত্র ডাউনলোড করুন:
আপনি যদি ৩৮তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার উত্তর সহ প্রশ্নপত্র ডাউনলোড করতে চান তবে নিচে দেয়া লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
Download 38 BCS question Solution
৩৯ তম বিসিএস প্রবেশ পত্র ডাউনলোড
অনলাইন আবেদন এবং ফি পরিশোধ সম্পূর্ণ করার পরে, আপনি ৩৯তম বি সি এস প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনি নিচের লিংকে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন। তাহলে আপনি আপনার প্রবেশপত্র দেখতে ও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড বোতাম ক্লিক করে প্রবেশপত্র টি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখুন।
Download Admit Card
৩৯ তম বিসিএস MCQ পরীক্ষার তারিখ
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ সহ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিপিএসসি ওয়েবসাইট bpsc.gov.bd ।আগামী ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পিএসসি থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৩৯তম বিসিএস MCQ পরীক্ষা
MCQ পরীক্ষা মোট দশ (১০ টি) বিষয়ের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে। ২ ঘণ্টা সময়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার বিষয়গুলির নম্বর বন্টন নীচে দেওয়া হল: বিসিএস এমসিকিউ পরীক্ষার নম্বর বিতরণ নিম্নের মত ১। চিকিৎসা বিজ্ঞান / ডেন্টাল বিজ্ঞান ১০০ ২। বঙ্গীয় ভাষা ও সাহিত্য ২0 ৩। ইংরেজি ভাষা এবং সাহিত্য ২০ ৪। বাংলাদেশ সম্পর্কে ২0 ৫। আন্তর্জাতিক বিষয় ২0 ৬। মানসিক ক্ষমতা ১০ ৭। গাণিতিক যুক্তি ১০ মোট নম্বর = ২০০
বিসিএস এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার বিষয় এবং নম্বর বন্ঠন
৩৯তম বি.সি.এস আসন বিন্যাস
যখন কর্তৃপক্ষ ৩৯তম বি.সি.এস এর আসন বিন্যাস প্রকাশ করবে, আমরা এখানে আপডেট জানিয়ে দেব। যদিও ৩৮ তম বি সি এসের MCQ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছিল পরীক্ষা শুরুর ৪ দিন আগে। তাই বরাবরের মত এবছরও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন www.bpsc.gov.bd এর অফিসিয়াল ওয়েবসাইটে বিসিএস আসন বিন্যাস প্রকাশ করবে। নীচের লিঙ্ক থেকে BPSC ৩৯তম বি.সি.এস পরীক্ষার আসন বিন্যাস ডাউনলোড করে নিন।
৩৯ তম বিসিএস MCQ ফলাফল ডাউনলোড করুন
বিসিএস MCQ পরীক্ষার পরে সবার চিন্তা থাকে কবে বি.সি.এস রেজাল্ট বের হবে। ৩৯তম বিসিএস MCQ ফলাফল প্রকাশ করা হতে পারে MCQ পরীক্ষার ১ মাস পরে। যখনই কর্তৃপক্ষ ৩৯ তম বিসিএস ফলাফল প্রকাশ করবে, আমরা এখানে আপডেট করে দিব।
৩৯তম বিসিএস প্রিলি রেজাল্ট ডাউনলোড
৩৯তম বিসিএস প্রিলি রেজাল্ট প্রকাশের করবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিএসপিএস) পরিক্ষা শেষে ১ মাসের ভিতর। ৩৯তম বিসিএস(BCS) এর রেজাল্ট পাবেন এখান থেকে।
৩৯তম বিসিএসের ফলাফল কীভাবে ডাউনলোড করবেন
BPSC যখন বি সি এস ফলাফল প্রকাশ করবে তখন আপনি ওয়েবসাইট থেকে ফলাফল পেতে পারেন। www.bpsc.gov.bd হচ্ছে ৩৯ তম বিসিএস প্রিলি ফলাফল প্রকাশের জন্য সরকারী অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়াও, আমরা আমাদের ব্যবহারকারী / পরিদর্শকদের জন্য ফলাফল আপলোড করবো। তাই, আপনি চাইলে www.bpsc.gov.bd সাইট থেকে বা এখান থেকে BCS MCQ ফলাফল ডাউনলোড করতে পারবেন। যখন কর্তৃপক্ষ বি সি এস প্রিলি ফলাফল প্রকাশ করবে, তখন একসাথে সারা বাংলাদেশ থেকে সবাই BPSC ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে তাই মাঝে মাঝে সার্ভার বন্ধ বা হ্যাং হয়ে যায়। তাই বলে চিন্তার কিছু নাই! আপনি আমাদের সাইট থেকে বিসিএস ফলাফল পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন আমরা ৩৯ বিসিএস(BCS) পরীক্ষার ফল পিডিএফ ফাইল আপলোড করবো । তাই আপনি এখানে থেকে ৩৯তম বিসিএস(BCS) এমসিকিউ পরীক্ষার ফলাফল পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। ফলাফল এখানে পাওয়া যাবে: ফলাফল ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে।
মোবাইল এসএমএস দ্বারা ৩৯ তম বিসিএস MCQ ফলাফল পেতে
প্রত্যেক শিক্ষার্থী এসএমএস এর মাধ্যমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে ৩৯ তম বিসিএস(BCS) MCQ ফলাফল পেতে পারেন। সুতরাং, মোবাইল এসএমএস দ্বারা আপনার ৩৯তম বিসিএস ফলাফল পেতে নিচের নির্দেশিকা অনুসরণ করুন BCS (স্পেস) 39 (স্পেস) আবেদনকারী নিবন্ধন সংখ্যা টাইপ করুন এবং 16222 নম্বরে পাঠান উদাহরণ: BCS 39 45678765 16222 এ পাঠান
৩৯ তম বিসিএস ভাইভা পরীক্ষার তারিখ:
যেহেতু ৩৯ তম বিশেষ বি সি এস পরীক্ষায় লিখিত পরীক্ষা হবে না তাই, সম্ভবত ৩৯তম বিসিএস ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর সেপ্টেম্বর মাসে। এবং BPSC কর্তৃপক্ষ ভাইভা পরীক্ষার রুটিন জানিয়ে দেয়া হবে বিভিন্ন দৈনিক সংবাদপত্র ও ওয়েবসাইটের মাধ্যমে। ৩৯ তম বি সি এস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের পর পরীক্ষার পরে ৩৯ তম বিসিএস ভাইভা পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। আর আমরা ভাইভা পরীক্ষার জন্য এখানে নিয়মিতভাবে আপডেটও করে যাব। তাই, এখানে আপনি ৩৯তম বিসিএস ভাইভা পরীক্ষার তারিখ সহ সকল আপডেট নিউজ পাবেন । ভাইভা পরীক্ষার সর্বনিম্ন ৫০% নম্বর পেলে আপনি উত্তীর্ণ হবেন। এরপর সমস্ত প্রক্রিয়া শেষে আপনি একজন গর্বিত ক্যাডার হিসাবে যোগদান করতে পারবেন আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত চাকরিতে। এছাড়া আপনি যদি BCS পরীক্ষা সম্পর্কে আরও কোন তথ্য জানতে চান তবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল
গত ৩৮তম বিসিএস পরীক্ষা ২৯ ডিসেম্বর ২0১৭ তারিখে অনুষ্ঠিত হয়। ৩৮ তম বি.সি.এস. পরীক্ষায় রেকর্ড সংখ্যক ৩লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন এবং ৩.৫০ লক্ষ প্রার্থী অংশ নেয় যা ছিল এখন পর্যন্ত বিসিএস পরীক্ষার অংশ নেয়া সর্বচ্চ প্রার্থীর রেকর্ড। ২৮শে ফেব্রুয়ারি ২০১৮, ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১৬ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী পাশ করেন যারা পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষা এবছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে বলে ধারনা করা হচ্ছে. BPSC কর্তৃপক্ষ ঘোষণা করার পরেই লিখিত পরীক্ষা তারিখ এবং রুটিন এখানে পাওয়া যাবে। কিন্তু লিখিত পরীক্ষায় তারা অংশ নিতে পারবে শুধুমাত্র যারা MCQ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অবশ্য ইতিমধ্যে ৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য জোরেশোরেই পড়ালেখা শুরু করেছেন যারা ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পাস করেছেন। তাদের কাজ এখন শুধু পড়ালেখা করা এবং ৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষার সার্কুলারের জন্য অপেক্ষা করা। বিপিএসসি থেকে বিসিএস লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি সহ তারিখটি প্রকাশ করলে আমরা এখানে জানিয়ে দেয়া হবে। আরও দেখুন
- পরীক্ষা শেষে অবসরে কি করবেন – দেখে নিন আইডিয়া গুলো।
- অবসর সময় কাজে লাগানোর সেরা ৫ টি উপায় – কাজগুলো আপনার ভবিষ্যৎ বদলে দেবে।
- বাউবি রেজাল্ট ২০১৯ – বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরীক্ষার ফলাফল ২০১৮
- পলিটেকনিক ডিপ্লোমা রেজাল্ট ২০১৯ – ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে
- এইসএসসি রেজাল্ট ২০১৯ । এইস এস সি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ডিআইবিএস পরীক্ষার ফলাফল ২০১৯
- এসএসসি রেজাল্ট ২০১৯ । এস এস সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০১৯।
- জেএসসি রেজাল্ট ২০১৯- জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষার ফলাফল ২০১৯
- পিএসসি রেজাল্ট ২০১৯- প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল
পিবি-PB-planetbangla-planet bangla
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
i am a male and my height 5’1″.may i attend BCS exam.please tall me about this?