মাধ্যমিক রেজাল্ট ২০২২ – পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ WBBSE Madhyamik Result 2022

মাধ্যমিক রেজাল্ট ২০২০ – পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ WBBSE Madhyamik Result 2020

মাধ্যমিক রেজাল্ট ২০২০ প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ এর রেজাল্ট সাইট wbbse.org এবং www.wbresults.nic.in ওয়েবসাইটেওয়েস্টবেঙ্গল মাধ্যমিকের রেজাল্ট ২০২০ এর সকল আপডেট নিউজ পাবেন আমাদের সাইট থেকে। এবছর মাধ্যমিক রেজাল্ট ২০২০ (Madhyamik Result 2020) প্রকাশিত হবে আগামী মে মাসের প্রথম সপ্তাহে। উল্লেখ্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে এ বছর মাধ্যমিক পরীক্ষা ২০২০ শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে এবং শেষ হয়েছিল ২৭ ফেব্রুআরি ২০২০ তারিখে।

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ এর অধীনে ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা ২০২০ এ অংশ নিয়েছিল ১০ লাখ ৬৬ হাজার পরীক্ষার্থী, এর মধ্যে ৬ লাখ ছাত্রী এবং সাড়ে ৪ লাখ  ছাত্র। অর্থাৎ ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় ছাত্র দের তুলনায় ছাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে ১৩% বেশি। ২০১৯ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮১৯ টি পরীক্ষা কেন্দ্রে। গত ২০১৯ সালের মাধ্যমিক রেজাল্ট ২০১৯ প্রকাশিত হয়েছিল ২১শে মে ২০১৯ এবং তার আগের বছর ২০১৮ সালের মাধ্যমিক রেজাল্ট ২০১৮ প্রকাশিত হয়েছিল ৬ জুন ২০১৮ তারিখে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ বোর্ডের ওয়েবসাইটের www.wbbse.org/ এর মাধ্যমে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচী (মাধ্যমিক রুটিন ২০২০) প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা ২০২০ একযোগে শুরু হয় ১৮ই ফেব্রুয়ারী ২০২০। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে লিখিত পরীক্ষা চলে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত।



[আরও পড়ুন কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ ফলাফল জানবেন – দেখুন।]

madhyamik Result 2020 দেখুন এখান থেকে

মাধ্যমিক রেজাল্ট 2020 বিস্তারিত- মাধ্যমিক ফলাফল 2020

এ বছর মাধ্যমিক রেজাল্ট ২০২০ প্রকাশিত হবে মে মাসের মাঝামাঝি। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ থেকে মাধ্যমিকের ফলাফল প্রকাশের তারিখ প্রকাশ করলে জানা যাবে কবে প্রকাশিত হবে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে গত ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালের মাধ্যমিকে পাশের হার বেশি ছিল ৷ ২০১৯ তে মোট পাশের হার ৮৬.০৭ শতাংশ যা ২০১৮ সালে ছিল ৮৫.৪৯ শতাংশ ৷

্গত বছর 2019 মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ ৷ এই পাসের হার মধ্য পরর্ষদের ইতিহাসে সর্বোচ্চ ভাল রেজাল্ট৷ মাধ্যমিকে এবছর ছাত্রীদের পাশের হার গত বছরের থেকে ১ শতাংশ বেশি হয়েছে ৷ সামগ্রিক পাশের হারে এগিয়ে আছে পূর্ব মেদিনীপুর ৷ পূর্ব মেদিনীপুরে শিক্ষার্থীদের সাফল্যের হার ৯৬ শতাংশ ৷ দ্বিতীয় স্থানে আছে কলকাতা ৷ কলকাতায় পাসের হার ৯২.১৩ শতাংশ ৷

গত বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাশ ৷ তার প্রাপ্ত নম্বর ৯৯ দশমিক ৯৪ শতাংশ ৷ সৌগত দাশের প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷ দ্বিতীয় হয়েছেনে দুইজন ৷ ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় আলিপুরদুয়ারের ফলাকাটা হাইস্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা ৷ তৃতীয় হয়েছেনে দুইজনে, রায়গঞ্জ গালর্স হাইস্কুলের ক্যামেলিয়া রায়, প্রাপ্ত নম্বর ৬৮৯ ও নদিয়া শান্তিপুরের ব্রতীন মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷

এবছর মাধ্যমিক রেজাল্ট ২০২০ (Madhyamik Result 2020) প্রকাশিত হবে মে মাসের ২য় সপ্তাহে।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2020 – মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২০

গত বছর মাধ্যমিক পরীক্ষা ২০১৯ শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে এবং শেষ হয়েছিল ২২ ফেব্রুআরি ২০১৯ তারিখে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ এর অধীনে ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষা ২০১৯ এ অংশ নিয়েছিল ১০ লাখ ৬৬ হাজার পরীক্ষার্থী, এর মধ্যে ৬ লাখ ছাত্রী এবং সাড়ে ৪ লাখ  ছাত্র। অর্থাৎ ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় ছাত্র দের তুলনায় ছাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে ১৩% বেশি। ২০১৯ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮১৯ টি পরীক্ষা কেন্দ্রে। গত ২০১৮ সালের মাধ্যমিক রেজাল্ট ২০১৮ প্রকাশিত হয়েছিল ৬ জুন ২০১৮ তারিখে।

গত বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাশ ৷ তার প্রাপ্ত নম্বর ৯৯ দশমিক ৯৪ শতাংশ ৷ সৌগত দাশের প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷ দ্বিতীয় হয়েছেনে দুইজন ৷ ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় আলিপুরদুয়ারের ফলাকাটা হাইস্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা ৷ তৃতীয় হয়েছেনে দুইজনে, রায়গঞ্জ গালর্স হাইস্কুলের ক্যামেলিয়া রায়, প্রাপ্ত নম্বর ৬৮৯ ও নদিয়া শান্তিপুরের ব্রতীন মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷

মাধ্যমিক রুটিন 2019 – পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ মাধ্যমিক পরীক্ষা ২০১৯




মাধ্যমিক রেজাল্ট 2020 – WBBSE Result 2020

পশ্চিমবঙ্গে অনেকেই স্কুল থেকে পরীক্ষার রেজাল্ট পেয়ে থাকেন কিন্তু ইন্টারনেটের যুগে হাতের মোবাইল দিয়েই পেয়ে যেতে পারেন আপনার বা আপনার পরিজনের মাধ্যমিক রেজাল্ট 2020 আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2020 ভাল হলে আনন্দ শুরু করে দিতে পারেন আগে ভাগেই। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনে লক্ষ লক্ষ মানুষ একসাথে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ এর ওয়েব সাইট https://wbbse.org/ ঢোকার চেষ্টা করেন তাই সার্ভার মাঝে মাঝেই ডাউন হয়ে যায়। আর অনেকেই বোর্ডের ওয়েবসাইট মনে রাখতে ব্যর্থ হন। তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আপনি যদি উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2020, মাধ্যমিক রেজাল্ট 2020 date, মাধ্যমিক রেজাল্ট 2020 কবে দিবে,মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2020, মাধ্যমিক রেজাল্ট ২০২০, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২০ খুজে থাকেন তবে আপনি আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি।



মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে  – মাধ্যমিক রেজাল্ট ২০২০ তারিখ ?

মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে ? অনেকের মনে বড় একটি প্রশ্ন আর তা হল মাধ্যমিক রেজাল্ট ২০২০ কবে দিবে? তাদের জন্য বলছি মাধ্যমিক রেজাল্ট ২০১৫ প্রকাশিত হয় ২০১৫ সালের মে মাসে, মাধ্যমিক রেজাল্ট ২০১৬ প্রকাশিত হয় জুন মাসে, মাধ্যমিক রেজাল্ট ২০২৩ প্রকাশিত হয় জুনে এবং মাধ্যমিক রেজাল্ট ২০১৮ প্রকাশিত হয় ৬ই জুন ২০১৮ সালে, গত বছর মাধ্যমিক রেজাল্ট ২০১৯ (Madhyamik Result 2019) বের হয়েছিল ২১শে মে সকাল ৯ টায়। আর এবছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২০ প্রকাশিত হবে মে মাসের ২য় সপ্তাহে।

কিভাবে আপনি মাধ্যমিক রেজাল্ট ২০২০ পাবেন:

আপনি দুই ভাবে মাধ্যমিক রেজাল্ট ২০২০ রেজাল্ট পেতে পারেনঃ

১) মোবাইলে এস এম এস এর মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট 2020 পেতে

মাধ্যমিক (Madhymik result 2020) পরীক্ষার ফলাফল আপনার মোবাইলে পেতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ WB10 স্পেস আপনার রোল নম্বর আর পাঠিয়ে দিন 56070 এই নাম্বারে।

 

উদাহরণঃ WB1০ 123456  > send to 56070

ফিরতি এসএমএস এ পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার ফলাফল। তবে গত কয়েক বছরের অভিজ্ঞতার ফলে বলা যায় এসএমএসে রেজাল্ট পেতে প্রায়ই অনেক দেরি হয়।

২) ইন্টারনেট এর মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট 2020 দেখতে

ইন্টারনেটে শুধু মাত্র শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকেই ফলাফল প্রকাশিত হয়। রেজাল্ট পেতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎর ওয়েব সাইট www.wbresults.nic.in অথবা গিয়ে নিচের মত করে আপনার পরীক্ষার নাম, বোর্ড, রোল নং, রেজিস্ট্রেশন নাম্বার সহ নির্দিষ্ট ঘরে ফিল-আপ করে সাবমিট বাটনে চাপ দিন। অথবা এখান থেকেই দেখে নিন আপনার রেজাল্ট।

কিভাবে মাধ্যমিক রেজাল্ট ২০২০ দেখতে পাবেন?

  • প্রথমে www.wbresults.nic.in ওয়েব সাইটে যান
  • এরপর Madhyamik Results 2019 লিংকে ক্লিক করুন
  • এরপর ছাত্র বা ছাত্রীর Roll No. এবং Date of Birth দিন
  • এরপর Submit অপশনে ক্লিক করুন
  • এরপর আপনার কাঙ্ক্ষিত মাধ্যমিক রেজাল্ট ২০২০ দেখতে পাবেন।
  • প্রয়োজনে প্রিন্ট বাটনে ক্লিক করে রেজাল্ট প্রিন্ট করে নিন।

Check Madhyamik Result From Here





মাধ্যমিক রেজাল্ট ২০২০ দেখুন মধ্য শিক্ষা পর্ষৎ এর ওয়েবসাইট থেকেঃ

https://www.wbresults.nic.in/madhyamik19/wbmpres.htm

See Madhyamik Result 2020 with full Marksheet from here

[button link=”wbbse.org” color=”red” newwindow=”yes”] madhymik Result 2020 Marksheet[/button]




এছাড়া বাংলাদেশের এসএসসি রেজাল্ট ২০২০ দেখুন বাংলাদেশ এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকেঃ

https://www.educationboardresults.gov.bd/

আরও দেখুন

 

শেষ কথা: এই লেখাটি যদি আপনার ভাল লেগে থাকে আর আপনার কোন উপকারে আসে তবে নিচের শেয়ার বাটন চেপে শেয়ার করে অন্যদের দেখার এবং জানার সুযোগ করে দিন। আর যদি প্ল্যানেট বাংলায় আপনার লেখা প্রকাশ করতে চান বা আপনার কোন কিছু জানার বা মতামত দেয়ার থাকে তবে কমেন্ট বক্সে লিখুন। আমরা আপনার কমেন্ট অনুসারে আপনাকে জানানোর চেষ্টা করবো।

প্লানেট বাংলার সকল আপডেট নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন (ফেসবুক গ্রুপেও যোগ) দিতে পারেন অথবা আমাদের টুইটার পেজ ফলো করুন। এছাড়া বিভিন্ন শিক্ষামূলক এবং মজার ভিডিও দেখতে প্ল্যানেট বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। “প্ল্যানেট বাংলা – অনলাইন দুনিয়ায় বাংলার প্রতিনিধি

1 thought on “মাধ্যমিক রেজাল্ট ২০২২ – পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ WBBSE Madhyamik Result 2022”

Leave a Comment