বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া মাস্টার্স প্রিলিমিনারি ভর্তি রেজাল্ট ২০২১ প্রকাশিত হবে মার্চ মাসের মাঝামাঝি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনে ২৫শে ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৮ই মার্চ ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। তাই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমুহে ২০২১ শিক্ষা বর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য এই লেখা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীগন বিস্তারিত জানতে পারবেন। এছাড়া প্লানেট বাংলার ভিজিটর দের জন্য প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির বিস্তারিত এখানে তুলে ধরা হল।
প্রিলিমিনারি মাস্টার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখুন এখান থেকে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাস্টার্স প্রিলিমিনারি কি?
প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির বিস্তারিত জানার পূর্বে চলুন জেনে আসি মাস্টার্স প্রিলিমিনারি কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত ২ ধরণের মাস্টার্স করানো হয়: ১. মাস্টার্স প্রিলিমিনারি এবং ২. মাস্টার্স রেগুলার। এখন আমরা মাস্টার্স প্রিলিমিনারি সম্পর্কে জেনে নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি কোর্স টি হচ্ছে প্রাক মাস্টার্স কোর্স। যারা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে ডিগ্রী এবং সার্টিফিকেট কোর্স সম্পন্ন করবে তাদের জন্য মাস্টার্স প্রিলিমিনারি কোর্স। প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স সম্পূর্ণ করার পরে তারা মাস্টার্স নিয়মিত (রেগুলার) কোর্সে ভর্তি হতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রিলিমিনারি ভর্তি বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রিলিমিনারি ভর্তি – সার সংক্ষেপ |
---|
|
প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির জন্য আবেদনের পদ্ধতি
প্রথম ধাপঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির জন্য আপনাকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সাইট www.nu.ac.bd এ গিয়ে Admission পেজ এ ক্লিক করে ভর্তি সাইট http://app1.nu.edu.bd/ এ যেতে হবে। তারপর বামপাসের [Apply Now Masters Preli] বাটনে ক্লিক করে আপনার বিস্তারিত তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে এবং প্রিন্ট কপি নিতে হবে।
দ্বিতীয় ধাপঃ এরপর আবেদনের উক্ত প্রিন্টেড কপির নির্ধারিত জায়গায় স্বাক্ষর সহ প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন ফি ৩০০ টাকা সহ আবেদনকৃত কলেজে ৯ই মার্চ ২০২০ তারিখের মধ্যে জমা দিতে হবে।
তৃতীয় ধাপঃ কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে (২৬/২/২০২০ থেকে ১০/৩/২০২০)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০ – প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির যোগ্যতাঃ
যারা প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি হতে ইচ্ছুক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রিলি করতে চান তারা আবেদনের পূর্বে অনুগ্রহ করে উপরে উল্লেখিত মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তির ১ম এবং ২য় পাতা থেকে দেখে নিন আবেদনের সাধারন যোগ্যতা এবং পদ্ধতি অংশটুকু। তারপর যদি বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত যোগ্যতার সাথে আপনার মিল থাকে তবে নিচে মাস্টার্স ভর্তির লিঙ্কে গিয়ে আবেদন করুন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
[button link=”http://app5.nu.edu.bd/nu-web/msapplication/preleApplicationForm” color=”red” newwindow=”yes”] আবেদন করুন[/button]
[button link=”http://app1.nu.edu.bd/notice/MASTER_PRELI_Admission_Circular.pdf” newwindow=”yes”] মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড[/button]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ভর্তির দিক নির্দেশনা
নিচের পর্যায়ক্রমে ছবির নির্দেশনা অনুসরণ করুন আর আবেদন করার পূর্বে জেনে নিন কিভানে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি তথ্য দিতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২০ঃ মাস্টার্স প্রিলিমিনারি ভর্তি রেজাল্ট ২০২০
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে সম্পর্কিত লেখা এখানে খুঁজে পাবেনঃ মাস্টার্স প্রিলিমিনারি কি? মাস্টার্স প্রিলিমিনারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০, মাস্টার্স প্রিলিমিনারি ভর্তি রেজাল্ট ২০২০, মাস্টার্স প্রিলিমিনারি ভর্তি ২০১৮-১৯, মাস্টার্স এর বিষয় সমূহ মাস্টার্স প্রিলিমিনারি রেজাল্ট ২০২০, মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০, জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি,মাস্টার্স ১ম পর্ব ভর্তি ২০২০,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য ২০১৯-২০২০,মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) ভর্তি ২০১৯,প্রিলি টু মাস্টার্স প্রাইভেট ভর্তি ২০২০,মাস্টার্স ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র,মাস্টার্স প্রিলিমিনারি রেজাল্ট,মাস্টার্স ভর্তি ২০১৮-২০১৯ ফলাফল,তেজগাঁও কলেজ মাস্টার্স ভর্তি ফি
শেষ কথা: এই লেখাটি যদি আপনার ভাল লেগে থাকে আর আপনার কোন উপকারে আসে তবে নিচের শেয়ার বাটন চেপে শেয়ার করে অন্যদের দেখার এবং জানার সুযোগ করে দিন। আর যদি আপনার কোন কিছু জানার বা মতামত দেয়ার থাকে তবে নিচের কমেন্ট বক্সে লিখুন।
প্লানেট বাংলার সকল আপডেট নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন (ফেসবুক গ্রুপেও যোগ) দিতে পারেন অথবা আমাদের টুইটার পেজ ফলো করুন। এছাড়া বিভিন্ন শিক্ষামূলক এবং মজার ভিডিও দেখতে প্ল্যানেট বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। “প্ল্যানেট বাংলা – অনলাইন দুনিয়ায় বাংলার প্রতিনিধি”